চলচ্চিত্র নির্মাতা পিএ কাজল আর নেই

বিনোদন ডেস্ক.

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক পিএ কাজল আর নেই। বুধবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর শিকদার উইমেনস মেডিকেল কলজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পিএ কাজলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ভাগ্নি প্রিয়াঙ্কা আচার্য। তিনি বলেন, বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ মামা (পিএ কাজল) মারা যান।
তিনি আরও জানান, আজ রাতে মামার মরদেহ বারডেমের হিমঘরে রাখার বিষয়ে কথাবার্তা চলছে। আর আগামীকাল রাজারবাগ যে শ্মশান আছে সেখানে তাকে দাফন করা হবে। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গিয়েছেন। ছেলের ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে। আর মেয়ে অনার্সে পড়ছেন।
খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা পি এ কাজলের শুরুটা হয় চাষী নজরুল ইসলামের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। এরপর নির্মাণ করেন ‘গোধুলী’ শিরোনামের একটি সিনেমা। এ সিনেমাই তার ঘরে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
এরপর নির্মাণ করেন ‘সাব্বাস বাঙালি’, ‘ভণ্ড ওঝা’, ‘গণদুশমন’, ‘ভালোবাসা আজকাল’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্র। তার নির্মিত সর্বশেষ ‘চোখের দেখা’ সিনেমাটি গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন চিত্রনায়ক সাইমন সাদিক ও অভিনেত্রী অহনা।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ