Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
পবিত্র রমজানে ইফতার পার্টি ও ঈদ উপলক্ষে দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি বন্ধ করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এসব চাঁদাবাজির দোকান বন্ধ করে দিন।’
আজ রোববার রাজধানী লেডিস ক্লাবে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
অনুষ্ঠানে চাঁদাবাজির জন্য গড়ে ওঠা সংগঠনগুলো বন্ধ করে দিয়ে ভালো দৃষ্টান্ত স্থাপন করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘চাঁদাবাজি করে ইফতার পার্টি করে। ঈদকে সামনে রেখে আমি নেতৃবৃন্দকে বলব এদের অনুষ্ঠানে যাবেন না। এসব চাঁদাবাজির দোকান বন্ধ করে দিন। আওয়ামী লীগের প্রচার অত্যন্ত স্ট্রং একটা ডিপার্টমেন্ট। এখানে আবার প্রচারলীগ হয়ে গেছে এখন। তরুণদের সংগঠন যুবলীগ আছে, ছাত্রলীগ আছে। আবার তরুণ লীগ, আওয়ামী প্রচার লীগ তারপর নৌকা সমর্থক। নানা ধরনের দোকান।’