নিউজ ডেস্ক.
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘জঙ্গি আস্তানা’য় অভিযানে নিহত ৪ জনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার মধ্যরাতে শহরের ফকিরপাড়া পৌরসভার গোরস্তানে পৌর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাদের দাফন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করেছে পুলিশ।
নিহত ৪ জনের মধ্যে আবু কালাম ওরফে আবু (৩০) ছাড়া অন্যদের পরিচয় পাওয়া যায়নি। ওই ৩ জনকে অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা জানান, জঙ্গি আবুর মরদেহ তার পরিবার গ্রহণ না করায় এবং বাকি ৩ জনের পরিচয় না পাওয়ায় ৪ জনের লাশ পুলিশ দাফন করেছে।
গত বুধবার ভোরে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর ত্রিমোহনী এলাকায় জেন্টু বিশ্বাসের বাড়িটি ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। পরের দিন সকাল থেকে শুরু হয় ‘অপারেশন ঈগল হান্ট’। সন্ধ্যায় এর সমাপ্তি ঘোষণা করা হয়।
গত বৃহস্পতিবার বাড়িটি থেকে আবুর স্ত্রী সুমাইয়া ও তার শিশুসন্তানকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আবুর স্ত্রী সুমাইয়াকে (২১) উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। তার ৫ বছরের মেয়ে সাদিকাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা রয়েছে। গতকাল বেলা দেড়টার দিকে ৪ জনের লাশ জঙ্গি আস্তানা থেকে দুটি অ্যাম্বুলেন্সে করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে গতকাল রাতে একটি মামলা করেছে। মামলার বাদী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, নিহত আবু ও অজ্ঞাত ৩ জন এবং আবুর স্ত্রীসহ অজ্ঞাতনামা আরো ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।