Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শাহালাল আলী (২২)। তিনি গোমস্তাপুরের রোকনপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন কামাল জানান, গতকাল গভীর রাতে রোকনপুর সীমান্তের ২১৯/৪ এস পিলারের কাছ দিয়ে কয়েকজন গরু ব্যবসায়ী গরু আনার জন্য অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের ভবানীপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন শাহালাল। পরে আজ সোমবার সকাল ৯টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শাহালালের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত শাহলালের কোমরের গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন ওসি।
গতকালের গুলির ঘটনায় নুহু নামের আরেক গরু ব্যবসায়ী আহত হয়েছেন বলেও জানিয়েছেন স্থানীয়রা। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।