চিকিৎসায় নোবেল পেলেন তিন মার্কিনি


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


চিকিৎসাবিজ্ঞানে অবদান রাখায় এবছর নোবেল পুরস্কার জিতলেন তিন মার্কিন বিজ্ঞানী জেফরি হল, মাইকেল রোশবাশ ও মাইকেলণ ইয়াং। দেহঘড়ির আণবিক সূত্র উদঘাটন করে তারা নোবেল পেয়েছেন।

    আজ সোমবার নোবেল কমিটি এই তিন মার্কিন বিজ্ঞানীর নাম ঘোষণা করেন। পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনার তিন চিকিৎসককে ভাগ করে দেওয়া হবে।

    মঙ্গলবার পদার্থ, বুধবার রসায়ন, শুক্রবার শান্তি এবং আগামী ৯ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। আর সাহিত্য পুরস্কার কবে ঘোষণা করা হবে, সে তারিখ পরে জানানো হবে বলে নোবেল পুরস্কারের ওয়েবসাইটে জানানো হয়েছে।

    জীবদেহ কেমন করে ত্রুটিপূর্ণ কোষ ধ্বংস করে নিজের সুরক্ষার ব্যবস্থা করে, আর কোষ কীভাবে নিজের আবর্জনা প্রক্রিয়াজাত করে সুস্থ থকে, সেই রহস্য যে আলো ফেলে জাপানের বিজ্ঞানী ইয়োশিনোরি ওশুমি গতবছর চিকিৎসায় নোবেল পেয়েছিলেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ