রাজধানীর অ্যাপোলো হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন প্রখ্যাত চিত্রশিল্পী মুর্তজা বশীরের অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার ফুসফুসে পানি জমেছে বলে জানানো হয়।
শুক্রবার মুর্তজা বশীরের মেয়ে মুনীরা বশীর বলেন, বাবা এখনো আইসিইউতে আছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল, তবে ফুসফুসে পানি জমেছে। তারা তা রিমুভ করার চেষ্টা করছেন।
শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার সন্ধ্যায় মুর্তজা বশীরকে অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। রবিবার যান্ত্রিক গোলযোগের কারণে একই হাসপাতালের লিফটে দেড় ঘণ্টা আটকে ছিলেন মুর্তজা বশীর। এতে তার শ্বাসকষ্ট বেড়ে যায়।
মুনীরা জানান, সেদিন হাসপাতালের লিফটে বন্ধ হয়ে লিফটের ভেতর থাকায় অতিরিক্ত গরমে বাবার শারীরিক অবস্থার অবনতির হয়। অবস্থা খুব খারাপ হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়েছে। একই হাসপাতালে তার মা আইসিইউতে আছেন বলেও জানান মুনীরা বশির। তিনি সেখানে ভারতীয় চিকিৎসক ডা. চন্দ্রপ্রকাশের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
ভাষাবিজ্ঞানী পণ্ডিত ড. মুহম্মদ শহীদুল্লাহর ছেলে মুর্তজা বশীরের জন্ম ১৯৩২ সালের ১৭ অগাস্ট, ঢাকায়। মুর্তজা বশীর একাধারে ভাষা সৈনিক, চিত্রকর, শিক্ষক, কবি, চলচ্চিত্র নির্মাতা, শিল্প নির্দেশক, গবেষক ও মুদ্রা বিশারদ।