চীনে চোখ বাঁধা মুসলিম বন্দীদের গোপন ভিডিও ফাঁস


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    চীনে বহুদিন ধরেই দেশটির সংখ্যালঘু উইঘুর মুসলিমরা পুনর্বাসনের নামে নির্যাতন ও নিপীড়ণের শিকার হচ্ছে। এটি নিয়ে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অভিযোগ জানিয়ে আসছে। চীনা সরকার সবসময়েই এই অভিযোগ অস্বীকার করে আসলেও সম্প্রতি ড্রোন থেকে গোপনে ধারণকৃত একটি চাঞ্চল্যকর ভিডিও ফাঁস হয়েছে যাকে কেন্দ্র করে বিষয়টি ফের আলোচনায় এসেছে।

    দেশটির পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশ থেকে ধারণকৃত ভিডিওটিতে দেখা যায়, শতশত উইঘুর মুসলিমকে সারিবদ্ধ ভাবে একটি রেল স্টেশনের কাছে মাটিতে বসিয়ে রাখা হয়েছে। তাদের প্রত্যেকেরই পরনে বেগুনি ও কমলা রঙের ভেস্ট এবং সেখানে লেখা ‘কাশগার বন্দি শিবির’।

    তাদের প্রত্যেকেরই মাথা টাক করানো ছিলো এবং কালো কাপড় দিয়ে তাদের চোখ বাধা ছিলো। এ সময় তাদের চারপাশে বেশ কয়েকজন অস্ত্রধারী পুলিশ সদস্যকেও দেখা যায়।

    ভিডিওটি কারা ধারণ করেছে বা ঠিক কবে করা হয়েছে সে খবর নিশ্চিত করতে পারেনি মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। তবে ভিডিওটি সম্পর্কে চীনা কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলে তারা এ সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।

    ভিডিওটি দেখুন:

    সূত্র : ডেইলি বাংলাদেশ


    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ