নিউজ ডেস্ক.

চীনে টানেলের দেয়ালে বাস ধাক্কা খেয়ে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ১৩ জন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে শুক্রবার বিবিসি এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে শানজি প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। বাসটি সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডু থেকে লুইয়াংয়ের দিকে যাচ্ছিল। মধ্যরাতে শানজি প্রদেশে পৌঁছলে এটি টানেলের দেয়ালের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি উল্টে যায়।
পুলিশ জানায়, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত চলছে।
তাৎক্ষনিকভাকে দুর্ঘটনার কারণ জানাতে পারেনি পুলিশ। তবে চীনে প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।

