চুইংগাম যৌনতা বাড়াবে, কমাবে ওজন!

নিউজ ডেস্ক.



স্থূলকায় শরীর অধিকাংশ সময়েই বড় অন্তরায় হয়ে দাঁড়ায় যৌনতার ক্ষেত্রে। আবার শরীরে মেদ জমলে কমে যেতে পারে যৌন ক্ষমতা। এক ঢিলে দুই পাখি মারার মতো দুই সমস্যার সমাধানের রাস্তা নিয়ে এল স্পেনের একটি চুইংগাম প্রস্তুতকারী সংস্থা। পাবলো পিকাসোর দেশে তৈরী চুইংগাম চিবালে বৃদ্ধি পাবে মানব শরীরের যৌন ক্ষমতা। শুধু তাই নয়, শরীরের অতিরিক্ত মেদ ঝরিয়ে স্লিম এবং সেক্সি ফিগার গঠনেও সাহায্য করবে ওই চুইংগাম। এমনই দাবি প্রস্তুতকারী সংস্থার।

স্পেনে তৈরী ওই বিশেষ চুইংগাম স্পেনের বাইরেও ছড়িয়ে পড়েছে। স্পেনের বাইরে ইতালি, পর্তুগাল এবং গ্রীসেও দেদারছে বিক্রি হচ্ছে যৌন ক্ষমতা বর্ধক এই চুইংগাম। বিশেষ ধরণের এই চুইংগাম বর্তমানে উক্ত চারটি দেশের সাত হাজার রাসায়নিক ওষুধের বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে বলে জানানো হয়েছে প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ