চুলের দুর্গন্ধ দূর করবেন যেভাবে


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

 

নিউজ ডেস্ক.


    সাধারণত তৈলাক্ত চুলে দুর্গন্ধ বেশি হয়। দূষণ, হরমোনের ভারসাম্যহীনতা, মানসিক চাপ, স্ক্যাল্পে সোরিয়াসিস, ফাঙ্গাল ইনফেকশন ইত্যাদি এর কারণ। চুলের দুর্গন্ধ রোধে কিছু উপায় জানিয়েছে টপটেন হোম রেমেডি ও বোল্ডস্কাই।

    লেবু
    লেবুর রস দিয়ে চুল ধুতে পারেন। এতে ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমবে, খুশকি দূর হবে। দুটো লেবুর রস করে এক কাপ পানির মধ্যে নিন। চুলে শ্যাম্পু করার পর স্কাল্পে ও চুলে এই মিশ্রণ ঢালুন। কয়েক মিনিট এভাবে রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক থেকে দুবার এটি করুন।

    তবে স্কাল্পে ফাঙ্গাল ইনফেকশন থাকলে লেবুর সঙ্গে দই ব্যবহার করুন। লেবুর রস এক কাপ সাধারণ দইয়ের মধ্যে মেশান। প্যাকটি ৩০ মিনিট চুলে লাগিয়ে রাখুন। এরপর ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এটি করুন।

    টমেটো জুস
    টমেটো চুলের বাজে গন্ধ কমাতে সাহায্য করে। এটি চুলের পিএইচের ভারসাম্য বজায় রাখে। টমেটোর জুস স্ক্যাল্পে মাখুন। ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে এক থেকে দুদিন এটি ব্যবহার করুন।

    সবজি খান
    শরীরের দুর্গন্ধ দূর করতে খাবারের দিকেও নজর দিন। সবজি ও সালাদ প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন। যেসব সবজিতে আঁশ আছে, সেগুলো বেশি করে খান।
    পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন

    দিনে কমপক্ষে আট গ্লাস পানি পান করুন। এতে অঙ্গপ্রত্যঙ্গ ভালোভাবে কাজ করবে; চুলে বাজে গন্ধ কম হবে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ