Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
কাজীপুর প্রতিনিধি.
চেয়ারম্যান ও মেম্বরদের পরস্পর বিরোধের জেরে কাজীপুরের শুভগাছা ইউনিয়নের বানভাসি মানুষজন সরকারি ও বেসরকারি বিভিন্ন সহযোগিতা হতে বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছে।
iraj৮ নং ওয়ার্ডের মর্জিনা খাতুন, ৩ নং ওয়ার্ডের খোকা মিয়া বলেন মেম্বর চেয়ারম্যানদের কাইজার কারনে আমাগরে রিলিফ দেয়া বন্দ করছে। বানে সব ধুইয়া নিছে এহন না খায়া আছি। একই অভিযোগ ৪,৬,৭,৯ নং ওয়ার্ডের বাসিন্দাদের।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, মেম্বরদের সাথে চেয়ারম্যানের বিরোধের কারণে উল্লেখিত ওয়ার্ডে মালামাল দেয়া বন্ধ করা হয়েছে। এ বিষয়ে চেয়ারম্যানের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য গত ১৯ জুলাই ঐ ইউনিয়নে রিলিফ বন্টনকালে তুচ্ছ ঘটনায় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান খোকা মেম্বরদের গালাগালি ও মারপীট করেন। এ ঘটনায় ১০ মেম্বর চেয়ারম্যানের উপর অনাস্থা এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দরখাস্ত দেন। নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্তের জন্য প্রাণী সম্পদ কর্মকর্তার উপর দায়িত্ব দেন।
অভূক্ত ও ক্ষতিগ্রস্থ লোকজন চেয়ারম্যান মেম্বরদের বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।