চ্যাম্পিয়ন্স ট্রফির বিজয়ীরা পাবে ২২ লাখ ডলার

ক্রীড়া ডেস্ক.

১ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে আইসিসির দ্বিতীয় সর্বোচ্চ বড় আসর চ্যাম্পিয়ন্স ট্রফি। আসরে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের প্রথম আটটি দল অংশ নেবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক ইংল্যান্ড।
এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। এবার চ্যাম্পিয়ন দলের জন্য ২ লাখ ডলার বাড়িয়েছে আইসিসি। গত আসরের চ্যাম্পিয়ন দল পেয়েছিল ২০ লাখ ডলার। এবার পাবে ২২ লাখ মার্কিন ডলার।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবারে আসরের প্রাইজমানির কথা জানায় আইসিসি। সব মিলিয়ে দলগুলোকে ৪৫ লাখ ডলার প্রাইজমানি দেবে আইসিসি। গত টুর্নামেন্টের চেয়ে মোট প্রাইজমানি বেড়েছে ৫ লাখ ডলার। চার বছর পর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল বা মোট প্রাইজমানি, কোনোটিরই বাড়ার হার খুব দারুণ কিছু নয়।
এবার রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়নদের অর্ধেক, ১১ লাখ ডলার। গত টুর্নামেন্টেও রানার্সআপের প্রাইজমানি ছিল চ্যাম্পিয়ন দলের অর্ধেক। সেমি-ফাইনালে হেরে যাওয়া দুই দল এবার পাবে সাড়ে ৪ লাখ ডলার করে। গ্রুপ পর্বে তৃতীয় স্থানে থেকে যাওয়া দল পাবে ৯০ হাজার ডলার। আর গ্রুপে শেষ স্থানে থাকা দল পাবে ৬০ হাজার ডলার।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ