চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিয়ে কম জল ঘোলা করেনি ভারত। আইসিসির সঙ্গে লভ্যাংশ নিয়ে বিরোধের কারণে নির্ধারিত সময়ে দল ঘোষণা থেকে বিরত থাকে দলটি। অবশেষে গতকাল রবিবার দিল্লিতে অনুষ্ঠিত বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভা শেষে জানানো হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়ার সিদ্ধান্ত। আর আজ কোহলিকে অধিনায়ক করে দলও ঘোষণা করল ভারত ক্রিকেট বোর্ড।
ভারতের ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফির এই দলে চমক বলতে শুধু পেসার মোহাম্মদ শামির অন্তর্ভুক্তি। ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটির পর ভারতের হয়ে আর ওয়ানডে খেলেননি শামি। আর চোট কাটিয়ে ফিরেছেন রোহিত শর্মা। তবে হরভজন সিং ফিরতে পারেন বলে শোনা গেলেও তার জায়গা হয়নি।
গত ২৫ এপ্রিল ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার শেষ সময়। প্রায় ২ সপ্তাহ পরে দল দিল ভারত।