চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ

ক্রীড়া ডেস্ক.

আগামী মাসেই শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ক্রিকেটের সেই কুলিন প্রতিযোগিতার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে। ১ থেকে ১৮ জুন ইংল্যান্ড ও ওয়েলসের এজবাস্টন, ওভাল ও কার্ডিফ ওয়েলস স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর অনুষ্ঠিত হবে।
আইসিসির এলিট প্যানেলের সদস্য ক্রিস ব্রড, ডেভিড বুন ও অ্যান্ডি পাইক্রফট চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন।
অনফিল্ড, তৃতীয় আম্পায়ার এবং চতুর্থ আম্পায়ারের তালিকায় জায়গা পেয়েছেন ১২ জন। এরা হলেন- আলিম দার, কুমরা ধর্মসেনা, মরিস ইরাসমাস, ক্রিম গাফানি, ইয়ান গোল্ড, রিচার্ড কেটেলব্রু, রিচার্ড ইলিংওয়ার্থ, নাইজেল লং, ব্রুস অক্সেনফোর্ড, সুন্দারাম রবি, পল রেইফেল ও রড টাকার।
২০০৯ ও ২০১১ সালের বর্ষসেরা আম্পায়ার আলিম দার চ্যাম্পিয়ন্স ট্রফিতে পঞ্চমবারের মতো দায়িত্ব পালন করতে যাচ্ছেন। ইয়ান গোল্ডেন এটি তৃতীয় আসর। অন্যদিকে ধর্মসেনা, ইরাসমাস, কেটেলব্রু, লং, অক্সেনফোর্ড ও টাকার দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত হন। এদিকে গাফানি, ইলিংওয়ার্ড, রবি ও রেইফেলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক হতে যাচ্ছে।
বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার উদ্বোধনী ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রবি ও টাকার। তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন যথাক্রমে অক্সেনফোর্ড ও গাফানি। ডেভিন বুন ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন।
অবশ্য আইসিসি শুধু গ্রুপ পর্বের জন্য ম্যাচ রেফারি ও আম্পায়ারদের তালিকা প্রকাশ করে। সেমিফাইনালের দল নির্ধারিত হওয়ার পর নতুন করে অফিসিয়ালদের তালিকা প্রকাশ করবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ