ছাত্রলীগ কর্মী হত্যা চেষ্টায়, স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

আমিনুল ইসলাম শ্রাবণ.


বগুড়ার ধুনট শহরে প্রকাশ্যে কুপিয়ে ছাত্রলীগ কর্মী চপল মাহমুদকে (২২) কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার রাতে আহত চপলের বাবা পৌর এলাকার পূর্ব ভরনশাহী গ্রামের আব্দুল আজিজ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২৮ সেপ্টেম্বর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর সাথে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের হাতাহাতি, মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর উপর ক্ষিপ্ত ছিল।

      গত ১ অক্টোবর বিকেল ৫টায় জিরো পয়েন্ট এলাকায় ছাত্রলীগ কর্মী চপল মাহমুদকে একা পেয়ে তার উপর হামলা করে স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মী। হামলাকারীরা ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে চপলকে হত্যার চেষ্টা চালায়। এসময় চপল জ্ঞান হারালে তারা ঘটনাস্থল ত্যাগ করে। পরে দলীয় কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থল থেকে চপলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। এদিকে চপলকে হত্যার চেষ্টার ঘটনায় দলীয় নেতাকর্মী ও স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল সমাবেশ কর্মসূচি পালন করছে। এদিকে ওই ঘটনায় নেতৃত্ব দেওয়ার কারনে পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা রিমানকে বহিস্কার করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। এ অবস্থায় বুধবার রাতে ধুনট থানায় মামলা দায়ের করেছে আহত চপলের বাবা আব্দুল আজিজ। মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদ ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সদ্য বহিস্কৃত যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা রিমানসহ ৬জনকে আসামী করা হয়েছে।

      ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, ছাত্রলীগ কর্মী চপল মাহমুদকে হত্যা চেষ্টার ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেফতারে তৎপরতা শুরু করেছে। দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় নেওয়া হবে।

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ