Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
বিনোদন ডেস্ক.
আসন্ন ঈদেই মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘রংবাজ’ সিনেমাটি। প্রতি ঈদের মতোই এবারেও শাকিবের দখলে দেশের সিনেমা হলগুলো। কারণ ঈদে তিনটি শাকিব খানের ছবি মুক্তি পাচ্ছে। রাজনীতি ও নবাব এরই মধ্যে সেন্সর বোর্ডে ছাড় পেয়েছে। আগামী শনিবার সেন্সর বোর্ডের সদস্যরা ‘রংবাজ’ দেখবেন। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সদস্য নাসির উদ্দিন দিলু।
ছবিটির পরিচালক আব্দুল মান্নান বলেন, ‘আমরা গতকাল ছবিটি সেন্সর বোর্ডে জমা দিয়েছি। দিন-রাত কাজ করে ছবির সব কাজ শেষ করেছি। আমার মনে হয় দর্শক নতুন ধরনের একটি ছবি উপহার পাবেন; ছবির গল্প ও মেকিংয়ে দর্শক নতুন কিছু পাবেন। গত রবিবার ছবির শুটিং শেষ হয়েছে। এর পরের দিন সোমবারে আমরা ছবিটি জমা দিতে পেরেছি।’
ছবিটির সম্পাদক তৌহিদ হোসেন চৌধুরী বলেন, ‘সম্পাদনার কাজ আমরা আগেই শেষ করেছিলাম,শুধু গানের কাজ বাকি ছিল। রবিবার গানের ফুটেজ আসার পর রাতভর কাজ করেছি। গতকাল সকাল সাড়ে ১০টায় আমরা ছবিটি সেন্সর বোর্ডে পাঠিয়েছি। আর দুপুর আড়াইটায় ছবির ট্রেইলর পাঠিয়েছি।’
সেন্সর বোর্ডের সদস্য নাসির উদ্দিন দিলু বলেন “আমরা গতকালই ‘রংবাজ’ ছবিটি পেয়েছি। আজ একটি ইংরেজি ছবি সেন্সর বোর্ডে দেখানো হচ্ছে। আগামী শনিবার ‘রংবাজ’ ছবিটি বোর্ডে দেখানোর কথা রয়েছে।”
শাকিব খান বলেন, ‘আমি বাইরে ছবি করে যা শিখছি তা দেশের ছবিতে কাজে লাগাতে চেয়েছি। আশা করি, এই ছবিতে দর্শক ভালো কিছু পাবে। এই ছবির কাজ আগেই শেষ হতে পারত, তবে শুরু থেকেই বিভিন্ন ধরনের বাধার কারণে কাজ পিছিয়েছে। এর পরও আমরা অনেক গুরুত্ব দিয়ে কাজটি করেছি। আশা করি, দর্শক ছবিটি গ্রহণ করবেন। ’
ছবিতে নামভূমিকায় অভিনয় করছেন নায়ক শাকিব খান। তাঁর বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। মেসার্স রূপরং চলচ্চিত্র ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ছবিটি পরিচালনা করছেন আব্দুল মান্নান। রূপসজ্জা করছেন সবুজ খান আর পোশাকসজ্জায় রয়েছেন সজীব খান। ছবিটি সম্পাদনা করেছেন তৌহিদ হোসেন চৌধুরী।