ছাড়পত্র পেল ‘দুলাভাই জিন্দাবাদ’


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বিনোদন ডেস্ক.


সেন্সর ছাড়পত্র পেল ডিপজল, মৌসুমী ও বিদ্যা সিনহা মিম অভিনীত মনতাজুর রহমান আকবর পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘দুলাভাই জিন্দাবাদ’। সম্প্রতি বিনা কর্তনে সেন্সর বোর্ড থেকে ছবিটিকে ছাড়পত্র দেয়া হয়েছে।

    ছবির মুক্তির বিষয়ে মনতাজুর রহমান আকবর বলেন, ‘প্রযোজক নাদির খানের সঙ্গে পরামর্শ করে মুক্তির সিদ্ধান্ত নেয়া হবে। তবে প্রাথমিকভাবে অক্টোবরের শেষ দিকে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।’

    ছবিতে প্রতিবাদী নারীর চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। তিনি বলেন, ‘কাজটি করে বেশ ভালো লেগেছে। ছবির গল্পে গ্রামবাংলার কাহিনী ও গান দর্শক খুঁজে পাবেন। আশা করি, সিনেমাপ্রেমীরা এ ছবির গল্প, সংলাপ ও গান পছন্দ করবেন।’

    ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন বাপ্পী, আহমেদ শরীফ, দিলারা, অমিত হাসান, অরুনা বিশ্বাস, নাদির খান, ববি, জ্যাকি আলমগীর, এনার্জি বাদল, শবনম পারভীন, ইলিয়াস কোবরা, সুব্রত।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ