শেরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বেগম নাছরিন জাহান (৪৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে জেলার ঝিনাইগাতী উপজেলার আয়নাপুর কাড়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাছরিন জাহান ওই গ্রামের আবু ছালেহ জাহানের স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে নাছরিন জাহানের ছোট ছেলে নাকিব জাহান (১৩) কাপড় শুকাতে গেলে তারে জড়িয়ে বিদ্যুস্পৃষ্ট হয়। ছেলেকে বাচাঁতে মা নাছরিন ঝাঁপিয়ে পড়েন। এতে নাছরিনও বিদ্যুস্পৃষ্ট হয়ে পড়েন।
পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় নাছরিন জাহানকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।