ছেলেকে বাচাঁতে পানিতে ডুবে বাবা-ছেলের মৃত্যু

 

জিন্নাতুল ইসলাম জিন্না. লালমনিরহাট থেকে


লালমনিরহাটের কালীগঞ্জে ছেলেকে বাঁচাতে পুকুরের পানিতে ডুবে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে তুষভান্ডার ইউনিয়নের কাশীরাম গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলা তুষভান্ডার ইউনিনের কাশীরাম গ্রামের মৃত শুকুর আলীর ছেলে দবিয়ার রহমান টটু (৩৮) ও তার ছেলে নীরব হোসেন (৭)।
পরিবার সুত্রে জানা গেছে, বাড়ীর পার্শ্বে একটি পুকুরে ছেলে নীরব গোসল করতে নামে। কিছুক্ষন পরে বাবা দবিয়ার রহমান দেখতে পান পুকুরের মাঝখানে পানিতে ডুবে যাচ্ছে নরীব। এ সময় ছেলেকে বাচাঁতে পুকুরে নামলে বাবা ও ছেলে দুইজনই পানিতে তলিয়ে যান।

পরে স্থানীয়রা নীরবকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব তাকে মৃত ঘোষনা করেন। এর এক ঘন্টা পর পিতা দবিয়ার রহমান টটুর লাশ পুকুর থেকে উদ্ধার করেন। এঘটনায় চৌধুরীর হাট এলাকার কাশীরাম গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চত করেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ