Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
বিনোদন ডেস্ক.
একের পর এক ছবির শ্যুটিং, প্রমোশনের কাজ তো আছেই। তারই ফাকে পরিবারের জন্যও সময় বার করেন বলিউডের একমাত্র খিলাড়ি। মেয়ের সঙ্গে অক্ষয় কুমার তো খেলাধুলো করে সময় কাটানই, এবার তাকে দেখা গেল রান্নাঘরে ঢুকে পড়েছেন। তাতেই ক্ষান্ত না দিয়ে রান্নাও শুরু করেছেন তিনি। অক্ষয়কে কে সাহায্যে করছে ছেলে আরভ। টুইঙ্কল খান্না অবশ্য রান্নাবান্নার ধার কখনো ধারেননি। তিনি ঝপ করে বাবা- ছেলের রান্নাঘরে ব্যস্ত থাকার ছবিটা তুলে ফেলেছেন আর তা পোস্ট করেছেন টুইটারে।
তাতে লিখেছেন, ছেলেদের ভালই শিক্ষা দিয়েছেন তিনি! অক্ষয়কে রান্নার শিক্ষা অবশ্য টুইঙ্কল দেননি। বলিউডে আসার আগে ব্যাঙ্ককে শেফ ছিলেন খিলাড়ি। তাই রান্না তার ভুলে যাওয়ার কথা নয়। কিন্তু টুইঙ্কল সে কথা মানলে তো!