জননেত্রী দেশে ফিরেছিলেন বলেই পদ্মা সেতু আজ দৃশ্যমান -এমপি হাবিবর রহমান

বগুড়া- ৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে এসেছিলেন বলেই অবরুদ্ধ গণতন্ত্র মুক্তি পেয়েছিল । তিনি এসেছিলেন বলেই বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হয়েছে, জাতি কলঙ্কমুক্ত হয়েছে। জননেত্রী সেদিন দেশে ফিরেছিলেন বলেই পদ্মা সেতু আজ দৃশ্যমান।

মঙ্গলবার বিকেলে বগুড়ার ধুনটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির এমপি হাবিবর রহমান এসব কথা বলেন।

ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শেখ রাসেল অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহসিন আলম, গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, শরিফুল ইসলাম খান, এমএ তারেক হেলাল, আলেফ বাদশা, জয়নাল আবেদীন, মাইদুল ইসলাম রনি, আব্দুল হান্নান, হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, উপজেলা যুবলীগের সহসভাপতি প্রভাষক আলীম আল রাজী বুলেট, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হেদায়েতুল ইসলাম গামা প্রমুখ।

আলোচনা সভা শেষে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ