জরিমানা দিতেও রাজি নেইমার


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

ক্রীড়া ডেস্ক.



    সদ্যই ট্রান্সফার ফির রেকর্ড গড়ে (২২২ মিলিয়ন ইউরো) বার্সেলোনা থেকে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা খেলোয়াড় নেইমার। রেকর্ড পরিমাণ ফিতে পিএসজিতে গেলেও ব্রাজিল ও স্পেনে তার বিরুদ্ধে কর ফাঁকির মামলা ঝুলছে।

    তবে সম্প্রতি কর ফাঁকির অভিযোগ থেকে অব্যাহতি পেতে ব্রাজিলের কর কর্তৃপক্ষকে জরিমানা দিতে রাজি নেইমার। ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে কর ফাঁকির অভিযোগে দুই বছর আগে নেইমারের ৫ কোটি ৫৭ লাখ ডলার মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল কর-কর্তৃপক্ষ।

    পিএসজিতে যাওয়া নেইমার চান এই অবস্থা থেকে মুক্তি। কর কর্তৃপক্ষকে বলেছেন ২৫ লাখ ডলার তিনি জরিমানা গুণবেন। কিন্তু কর-কর্তৃপক্ষের নির্ধারিত কর এর চেয়ে অনেক বেশি ৫ কোটি ৯৪ লাখ ডলার।

    নেইমারের আইনজীবী মার্কোস নেদের বলছেন, ‘প্রায় তিন বছর ধরে প্রক্রিয়াটা চললেও সে (নেইমার) জরিমানার অঙ্কের ব্যাপারে একমত নয়। এখন আমাদের লক্ষ্য এটা শেষ করে নেইমারের ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করা।’

    উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে ট্রান্সফার ফি’র বিশ্ব রেকর্ড (২২ কোটি ২০ লাখ ইউরো) গড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ