জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন না সু চি


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেয়ার পরিকল্পনা বাতিল করেছেন। সু চির মুখপাত্র আজ বুধবার এই তথ্য জানান। তবে কী কারণে তিনি সাধারণ পরিষদের অধিবেশনে থাকছেন না সে বিষয়ে কিছু জানাননি সরকারি মুখপাত্র।

    মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ‘গণহত্যা’-সংক্রান্ত খবরে সারা বিশ্ব যখন শান্তিতে নোবেলজয়ী অং সান সু চির ভূমিকায় ক্ষুব্ধ ও সমালোচনামুখর, ঠিক তখনই মিয়ানমার এ সিদ্ধান্তের কথা জানাল।

    মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনাবাহিনীর অভিযানের প্রেক্ষাপটে অং সান সু চির ভূমিকা নিয়ে বেশ সমালোচনা চলছে।

    গত ২৪ আগস্ট রাতে মিয়ানমারের রাখাইনে কয়েকটি পুলিশ ফাঁড়ি ও একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সেখানে নতুন করে সেনা অভিযান শুরু হয়। তখন থেকেই বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গা শরণার্থীদের স্রোত চলছে। এ পর্যন্ত প্রায় ৪ লাখের মতো রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

    জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ইতোমধ্যেই এ অভিযানকে ‘পাঠ্যবইয়ে জাতিগত শুদ্ধি অভিযানের অন্যতম উদাহরণ’ হিসেবে বর্ণনা করেছেন।

    এমনকি সু চির সমালোচকরা তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেয়ার দাবিও তুলেছেন।

    যদিও মিয়ানমার সরকার সব অভিযোগ অস্বীকার করে বলছে, রোহিঙ্গা সন্ত্রাসীদের আক্রমণের বিরুদ্ধে সেনাবাহিনী অভিযান চালাচ্ছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ