জাপান সাগরে ৩ ক্ষেপণাস্ত্র ছুড়লো উ.কোরিয়া


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    আবারো তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। স্বল্প-পাল্লার এ ক্ষেপণাস্ত্রগুলো শনিবার দেশটির গ্যাংওয়ান প্রদেশ থেকে ছোড়া হয় এবং এগুলো প্রায় ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে গিয়ে পড়ে।

    দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর জানায়। তবে ক্ষেপণাস্ত্রগুলো ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী।

    দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৯ মিনিটে প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া।

    মার্কিন সেনাবাহিনী প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের প্রধান কমান্ডার ডেভ বেনহাম জানান, তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে ৩০ মিনিট সময় নিয়েছে পিয়ংইয়ং। প্রথম ও তৃতীয় ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর আগেই আকাশে বিধ্বস্ত হয়েছে এবং প্রথমটি উড্ডয়নের পরপরই ভেঙে পড়েছে।

    গত মাসে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর থেকে পিয়ংইয়ং একাধিকবার প্রশান্ত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপে হামলা চালানোর হুমকি দিয়েছে। তবে মার্কিন সামরিক সূত্র জানায়, শনিবার যে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে সেগুলো যুক্তরাষ্ট্র বা গুয়াম দ্বীপের জন্য কোনো হুমকি ছিল না।

    গত মাসে উত্তরাঞ্চলীয় জ্যাগাং প্রদেশ থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। পরে পিয়ংইয়ং জানায়, ক্ষেপণাস্ত্রটি ভূপৃষ্ঠ থেকে ৩৭২৪ কিলোমিটার উঁচুতে উঠেছিল। ৪৭ মিনিট আকাশে ভেসে থেকে এক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ক্ষেপণাস্ত্রটি পূর্ব উপকূলীয় সাগরে জাপানের অর্থনৈতিক এলাকায় গিয়ে পড়েছে।

    এ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফলতাকে যুক্তরাষ্ট্রের প্রতি একটি ‘কঠোর সতর্কবার্তা’ হিসেবে বর্ণনা করেছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন বলেন, এই পরীক্ষার দ্বারা প্রমাণিত হয়েছে যে পুরো যুক্তরাষ্ট্র এখন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ