জাফর জাদুতে শিরোপার পথে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক.


অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবলের নিজেদের শেষ ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জেতার পথে বাংলাদেশ। দুটি গোলই করেন জাফর।

দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে মাঠে নামেন জাফর। তার পায়ের জাদুতে বদলে দিল ম্যাচের দৃশ্যপট। গোলশূন্য ড্রয়ের পথে চলতে থাকা ম্যাচে তিন মিনিটের ব্যবধানে করল জোড়া গোল।

ম্যাচের ৮১ ও ৮৪ মিনিটে গোল দুটি করেছে জাফর। এই জয়ে অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবলের শিরোপা জয়ের পথে এগিয়ে গেল বাংলাদেশ। এখন দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে নেপাল না জিতলেই শিরোপা নিয়ে ঘরে ফিরবে বাংলাদেশ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ