Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, ঈদের জামাতে জাতীয় ঈদগাহে ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জায়নামাজ ছাড়া অন্য কিছু নিয়ে মুসল্লিদের প্রবেশ করতে দেয়া হবে না।
শুক্রবার বেলা সোয়া ৩টার দিকে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানিয়ে তিনি বলেন জননিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, আমরা নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছি। নিরাপত্তার স্বার্থে ঈদগাহের প্রবেশদ্বারে অনেকগুলো ডিভাইস স্থাপন করা সহবে। এ কারণে মুসল্লিদের অনুরোধ করবো শুধু মাত্র জায়নামাজ নিয়ে ঈদগাহে আসবেন। এর বাইরে অন্য কোনো কিছু এমনকি পানির বোতলও আনতে নিরুৎসাহিত করা হচ্ছে।
তিনি আরো বলেন, এবার রাজধানীর ৪১০টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহসহ বাকি ঈদগাহে ঈদ জামাতের নিরাপত্তা ব্যবস্থায় প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি শোলাকিয়া ঈদগাহ ময়দানেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।