Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
সকালেই ঘোষণা হয়েছে শ্রীলঙ্কার নতুন টেস্ট অধিনায়কের নাম। দিনেশ চান্দিমালের হাতে এই দায়িত্ব তুলে দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। এবার জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে তারা। আজ বুধবার এই দল ঘোষণা করে তারা।
আগামী শুক্রবার থেকে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। এ দলে জায়গা হয়নি অলরাউন্ডার ধনাঞ্জয়া ডি সিলভার। চোটের কারণে কুশল পেরেরা ও পেসার নুয়ান প্রদীপকে দলে রাখা হয়নি। পেসার বিশ্ব ফার্নান্ডো ও দুশ্মন্ত চামিরা এই দলে জায়গা পেয়েছেন।
ওয়ানডেতে দারুণ পারফর্ম করা দানুস্কা গুনাথিলাকা প্রথমবারের মতো ডাক পেয়েছেন লঙ্কানদের টেস্ট দলে।
শ্রীলঙ্কা টেস্ট দল : দিনেশ চান্দিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, নিরোশান ডিকবিলা, দিমুথ করুনারত্নে, দানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, অসেলা গুনারত্নে, রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা, লাকশান সান্দাকান, বিশ্ব ফার্নান্ডো, দুশ্মন্ত চামিরা, সুরঙ্গা লাকমাল, লাহিরু কুমারা।