
সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, ১৯৪৮ সাল থেকে ১৯৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধ, বাঙালীর লড়াই সংগ্রাম ও আন্দোলনের রক্তাক্ত ইতিহাস সকলেরই জানা। এই ইতিহাসের কোথাও জিয়াউর রহমানের নাম নেই। এই কুখ্যাত ব্যক্তি স্বেচ্ছায়, স্বজ্ঞানে, ষড়যন্ত্র করে জাতির পিতাকে স্ব-পরিবারে হত্যা করেছে। বগুড়ার মাটিকে কলঙ্কিত করেছে। বগুড়ার মাটির যা কিছু বদনাম, তা জিয়াউর রহমানের জন্যে। এর বাহিরে বগুড়ার মানুষ শক্তিশালী, স্বাধীনতাকামী ও সাংস্কৃতিকর্মী।

শুক্রবার বিকেলে বগুড়ার ধুনটের মুজিব চত্বরে তিন দিনব্যাপী নাট্য ও লোক সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। ধুনট থিয়োটারের ৩ যুগ পূর্তি, গ্রাম থিয়েটারের ৪০ বছর এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উপলক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের ভিডিও দেখুন এখানে ক্লিক দিয়ে : ভিডিও
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, মৌলবাদীদের যে উত্থান, মৌলবাদীদের ষড়যন্ত্র, মৌলবাদীদের আস্ফালন বেশী দিন থাকবে না। জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলার মানুষ জেগে উঠেছে। বাংলার মানুষ জেগে উঠেছে বলেই দেশে পদ্মা সেতু নির্মাণ হয়েছে, ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত ফোর লেন সড়ক নির্মাণ হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, কে বলেছে বগুড়ার উন্নয়ন করেছে জিয়াউর রহমান, খালেদা জিয়া বা তারেক রহমান। বগুড়ার যত উন্নয়ন, শেখ হাসিনার হাত দিয়েই সাধিত হয়েছে।
সংবাদের অবশিষ্ট অংশ বিজ্ঞাপনের পরে দেখুন-

তিন দিনব্যাপী নাট্য ও লোক সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। সভাপতিত্ব করেন ধুনট থিয়েটার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সহকারী এটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসি রূপা, বাংলাদেশ গ্রাম থিয়োটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না ও ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ প্রমুখ।

আলোচনা সভা শেষে বিশিষ্টজনদের মাঝে সন্মাননা স্মারক বিতরণ করা হয়। এছাড়া রাতে তৌফিক হাসান ময়নার রচনায় কনক কুমার পাল অলকের নির্দেশনায় নাটক ভাগিদার মঞ্চায়ন করেন ধুনট থিয়েটারের শিল্পীরা।


