জীবনের মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা!

সিরাজগঞ্জ প্রতিনিধি.



মোটর সাইকেল চাপায় নিহত শিশু জান্নাতির মৃত্যু হলেও পাষন্ড বাবা আইনগত ব্যবস্থা গ্রহন না করে মাত্র ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে মেয়ের মৃত্যুর শোক ভুলে গেলেন। স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিচারের রায়ে এ টাকা গ্রহন করেন তিনি। উল্লেখ্য শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহর রক্ষার বাধঁ হাট পয়েন্টের রাস্তা পারাপার হওয়ার সময় পৌর এলাকার ব্যাপারিপাড়ার বাচ্চু ব্যাপারির ছেলে বায়েজিদ হোসেনের মোটরসাইকেল চাপায় জান্নাতি (৭) নিহত হয়। সে একডালা পূর্নবাসন এলাকার রেজাউল করিমের মেয়ে।

বেপরোয়া মোটরসাইকেল চাপায় মেয়ে মারা গেলেও পিতা সংশ্লিষ্ট থানায় কোন অভিযোগ না করে সিরাজগঞ্জের সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুল আলীমের শরানাপূর্ণ হয়। এ প্রেক্ষিতে ওই ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে রোববার রাতে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে বৈঠকে বসেন। এ বৈঠকে চেয়ারম্যানের রায়ে নিহত শিশু জান্নাতির জীবনের মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা ঘোষনা করা হয় এবং রাতেই তার পিতার হাতে এই টাকা তুলে দেয়া হয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা হয়ে উঠেছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ