জুন পর্যন্ত রোহিঙ্গাদের পেছনে ব্যয় হবে ৭১২৬ কোটি টাকা


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পেছনে আগামী বছরের জুন মাস পর্যন্ত মোট সাত হাজার ১২৬ কোটি টাকা ব্যয় হবে। এ হিসাবে জনপ্রতি ব্যয় দাঁড়াবে ৭৩৫ মার্কিন ডলার।

    আজ শনিবার রাজধানীর গুলশানের খাজানা হোটেলে ‘রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের করণীয়’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানায় বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ(সিপিডি)।

    সিপিডির প্রতিবেদনে বলা হয়, সিপিডি ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন(ইউএনএইচসিআর) গবেষণা করে দেখেছে, চলতি অর্থবছরের ১০ মাসে বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সাত হাজার ১২৬ কোটি টাকা বরাদ্দ লাগবে। যা দেশের মোট বাজেটের এক দশমিক আট শতাংশ। আর মোট রাজস্বের দুই দশমিক পাঁচ শতাংশ।

    ড. ফাহমিদা খাতুন বলেন, রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ বহুমাত্রিক সমস্যায় পড়েছে। রোহিঙ্গা সংকটের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে অর্থনীতি, সমাজ ও পরিবেশের ওপর। এই তিন খাতে বাংলাদেশ নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। অর্থনীতিতে প্রভাব পড়ায় জীবনযাপনের ব্যয় বৃদ্ধি, কর্মসংস্থানের সংকট তৈরি হয়েছে।

    তিনি বলেন, কক্সবাজারে মোট বনভূমির পরিমাণ ২০ লাখ ৯২ হাজার ১৬ একর। রোহিঙ্গা অনুপ্রবেশে এরই মধ্যে তিন হাজার ৫০০ একর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় বায়ু দূষণ, ভূমিধসের মতো ঘটনা ঘটছে।

    পররাষ্ট্র সচিব শহিদুল ইসলাম জানিয়েছেন, রোহিঙ্গাদের ফেরাতে শিগগিরই বাংলাদেশ-মিয়ানমারের মাঝে দ্বিপক্ষীয় একটি চুক্তি হতে যাচ্ছে। এজন্য আগামী ২২ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফরে যাবেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ