জেএফ-১৭বি থান্ডার প্রথমবারের মত আকাশে

নিউজ ডেস্ক.

চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে নির্মিত জঙ্গি বিমান জেএফ-১৭বি থান্ডার প্রথমবারের মতো আকাশে উড়ানো হয়েছে। শনিবার চীনের চেংদুর নামক এলাকায় এই উড্ডয়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। চীনা সামাজিক মাধ্যমগুলোতে বিমানটির উড্ডয়নের অনেক ছবি প্রকাশিত হয়েছে।
এ বিমানকে জেএফ-১৭’য়ের উন্নত সংস্করণ হিসেবে অভিহিত করা হয়েছে। এক ইঞ্জিন এবং দুই আসনের এ বিমানকে স্বনির্ভরতার পথে বড় ধরণের অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে পাকিস্তান বিমান বাহিনী বা পিএএফ। ডগ ফাইট হিসেবে পরিচিত শত্রু বিমানের সঙ্গে আকাশ যুদ্ধ এবং পদাতিক বাহিনীকে যুদ্ধকালীন সমর্থন লক্ষ্যে জেএফ-১৭বি’এর নকশা প্রণয়ন করা হয়েছে।
রুশ সংবাদ মাধ্যম স্পুতনিক আরো বলেছে, দৃষ্টিসীমার বাইরে থেকে আক্রমণ চালানোর উপযোগী আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ভূমিতে আক্রমণ উপযোগী অন্যান্য ক্ষেপণাস্ত্র বহন করতে পারবে এটি।
চীনা অ্যারো টেকনোলজি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের মহাব্যবস্থাপক ইয়াং ইয়িং বলেছেন, প্রথমবার আকাশে ওড়ার আগেই বিদেশী ক্রেতাদের কাছ থেকে এ বিমানের ক্রয়াদেশ পাওয়া গেছে।
বিমানটির দাম আড়াই কোটি থেকে ৩ কোটি ২০ লাখ ডলার পড়বে এবং বৈশ্বিক অস্ত্র বাজারে এর ব্যাপক চাহিদা হবে বলে মনে করা হচ্ছে। লকহিড মারটিন এফ-৩৫ যুদ্ধবিমানের দাম পড়বে ১০ কোটি ডলার সে তুলনায় এ বিমান সস্তা। সূত্র: দ্যা ডন ও সিনহুয়া।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ