Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
ঢাকার বনশ্রী এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির ‘প্রথম সারির এক নেতাকে’ গ্রেফতারের কথা জানিয়েছে র্যাব।
বুধবার রাতে অভিযান চালিয়ে ইমাম মেহেদী হাসান ওরফে আবু জিবরিল নামের ৩০ বছর বয়সী ওই যুবককে তারা গ্রেফতার করেন।
র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, ‘সে সারোয়ার-তামিম গ্রুপের জেএমবির বিগ্রেড আদ-দার-ই কুতনীর কমান্ডার। তাকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল।’
ঢাকার একটি বেসকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাস করা এই ‘জিএমবি সদস্যের’ বাড়ি পটুয়াখালী জেলায় জানিয়ে র্যাব কর্মকর্তা তুহিন বলেন, মেহেদীর বিরুদ্ধে অন্তত দুটি মামলা রয়েছে।