জেল থেকে ‘ধর্ষকগুরু’র পালানোর পরিকল্পনায় আটক ৪ পুলিশ


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


ভারতে বিতর্কিত ধর্ম গুরু গুরমিত রাম রহিম সিং একটি ধর্ষণ মামলায় ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। গতমাসে এই রায় ঘোষণার আগের দিন ভারত জুড়ে সংহিসতায় নিহত হয় প্রায় অর্ধশতের বেশি। এই কারণেই নিরাপত্তার প্রশ্নে এই ধর্মগুরুর সাজার রায় ঘোষণা করতে করে আদালতই উড়িয়ে নেওয়া হয় কারাগারে।

    তবে যাকে নিয়ে নিরাপত্তার এতো বাড়াবাড়ি সেই তাকেই জেল পালানাোর পথ করে দিচ্ছিল পুলিশের চার সদস্য।

    বিবিসির খবরে বলা হয়েছে, রাম রহিমকে জেল থেকে পালানোর পরিকল্পনায় সহায়তা করায় ওই জেলের চার পুলিশকে আটক করা হয়েছে। তাদের সাময়িক বরখাস্তও করা হয়েছে।

    পাঞ্জাবারের এক ঊর্ধতন পুলিশ কর্মকর্তা এএস চাওলা বিবিসিকে বলেন, গুরমিত রাম রহিমকে যারা পালাতে সাহায্য করেতে যাচ্ছিল তাদের মধ্যে তিন জনের বাড়ি হরিয়ানার উত্তরাঞ্চলে আর বাকি একজন রাজস্থান থেকে আসা।

    এএস চাওলা বলেন, আমরা এটুকুই বলতে পারি। এর বেশি কোনো তথ্য আমাদের জানা নেই।

    ভারতের সংবাদ মাধ্যমের খবর, জেল-কুঠুরির দেওয়ালের সঙ্গেই এখন বকে চলেছেন রাম রহিম। দুইদিন আগে রাত হলেই বাবা কান্নাকাটি শুরু করেন।

    চিৎকার করে প্রশ্ন করেন, আমি কী ভুল করেছি? আমার কী দোষ? আর এখন রাত হলেই শুরু হচ্ছে বাবার দেওয়ালের সঙ্গে একা একা কথা বলা। এর মধ্যেই জেল পালানোর পরিকল্পনাও চলে তার।

    এদিকে জেলেও জ্বালাতনে আছেন রাম রহিম। অন্য কয়েদিরা তার ওপর ক্ষুব্ধ। কারণ কিছু দিন আগে যে সব জেলবন্দির রিলিজ অর্ডার বেরিয়ে গিয়েছে বা যাদের জামিনের সমস্ত কিছু ঠিক হয়ে গিয়েছে তাদেরও সমস্ত কিছু আটকে গিয়েছে রাম রহিমের কারণে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ