জোছনার মেলা

মুন্সি দরুদ মহম্মদ ওয়েছ


 

নদের জলে চেয়ে থাক পরে বোরকা কালো

ভালো লাগে তোমাকে, সাদা মনে আলো

জ্বালো, জোছনা চাই সবাই উপকৃত হোক

শোক নয় তাপ নয় বগলে ভ্যানিটি ব্যাগ আছে

কাছে থাক অনেক ভালোবাসা দেবো তোমাকে

আমাকে ফেলে না গিয়ে এসো নীল নদ দেখবো

শিখব নদ জলে তুমি আমি আবেগী প্রেম খেলা

ভেলা করে বেড়াবো, বসাবো জোছনার  মেলা ।

                 

 

জোছনার জল-কেলি

মুন্সি দরুদ মহম্মদ ওয়েছ


 

পৃথিবীর বুকে সুখের জোছনা এলো

গেলো পুকুর করতে হাসির জল-কেলি

বেলি ফুল হাতে ছিলো ঝরল জলে

ফলে আশা ভঙ্গ, সঙ্গ-হারা হলো সে

যে জল-কেলি করলো নিয়ে কিউট বেবি

হবি তার ডিজাইন করা ভালোবাসা

খাসা মনে ফিরে এলো স্বপ্নের বাসা ।

 

আবেগী মন

মুন্সি দরুদ মহম্মদ ওয়েছ


 

শিশির ভেজা শীতল ঘাসের উপর

টোপর মাথায় বসে তোমাকে খুঁজি

বুঝি তুমি হারিয়েগেছো তাই করুণ

দারুণ ভালোলাগায় খেজুর গাছ দেখি

লেখি যত কাঁটা যুক্ত মুক্ত স্বপ্ন খাতায়

পাতায় অক্ষর খসে পড়ে বুদ্ধি মাথায়

লতায় কাঁটা যুক্ত সবুজ খেজুর পাতা

ছাতা হয়ে এসো ঘুরাতে মনের যাঁতা 

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ