জয়পুরহাটে বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে : নিহত ২

জয়পুরহাট প্রতিনিধি.


জয়পুরহাট শহরের গুলশান মোড় এলাকায় একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পরে গেলে অজ্ঞাত দুই মহিলার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্ততঃ ১২জন আহত হয়েছে। আহতদেরকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশংকাজনক।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম হোসেন ও ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার সিরাজুল ইসলাম জানান, আজ মঙ্গলবার দুপুরে নওগাঁ থেকে ছেড়ে আসা জুতি পরিবহনের একটি যাত্রীবাহি বাস শহরের গুলশান মোড় এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত আরো এক মহিলার মৃত্যু হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ