জয়পুরহাটে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি.



জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি খালে অজ্ঞাত এক বৃদ্ধের ভাসমান লাশ পাওয়া গেছে। উপজেলার তিলকপুর ইউনিয়নের মোহনপুর খালে আজ রবিবার সকালে লাশটি পাওয়া যায়।

নিহত বৃদ্ধর পরনে শুধু লুঙ্গি রয়েছে। তার বয়স আনুমানিক ৬০ হবে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার রায়কালী-তিলকপুর সড়কে চলাচলের সময় আজ ভোরে মোহনপুর খালের পূর্ব দিকে একটি লাশ ভাসতে দেখেন অনেকেই। পরে লোকজন লাশটি দেখতে সেখানে ভিড় করেন। খালে লাশ পাওয়ার ঘটনাটি থানার পুলিশকে জানিয়েছেন তারা

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন লাশ ভাসতে আমাকে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়া যায়নি

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ