জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের গুলিতে ২ ডাকাত গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। পাঁচবিবি পৌর শহরের বালিঘাটা এলাকায় আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রফিক মিয়া (৩৩) পাঁচবিবি উপজেলার রাধাবাড়ি গ্রমের আব্দুস সাত্তারের ছেলে ও মিলন হোসেন (২৫) ক্ষেতলাল উপজেলার ঘুগইল গ্রামের মীর কাশেমের ছেলে । তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, বালিঘাটা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতদল ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাত দলের দুই সদস্য গুলিবিদ্ধ হয়। বাকিরা পালিয়ে যায়।
তিনি জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি করা হলে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি বেশ কিছ দেশীয় অস্ত্র পাওয়া যায়।
এ ঘটনায় পুলিশের এএসআই হোসেন আলীসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।
কুড়িগ্রাম প্রতিনিধি. কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমারসহ অন্যান্য নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি…