জয়ের কথা ভাবা উচিত শাকিব-অপুর : শাবনূর

বিনোদন ডেস্ক.


এবার শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে এবার মন্তব্য করলেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর।

বিষয়টি নিয়ে শাবনূর বলেন, ‘শাকিব খান ও অপু বিশ্বাস চলচ্চিত্রের অনেক জনপ্রিয় দুজন তারকা। তাঁরা আমাদের আইকন হতে পারতেন। তাঁদের অনেক ছবি সুপারহিট হয়েছে, তার মানে দর্শক তাঁদের জুটি পছন্দ করেছেন। পর্দার বাইরেও যদি জুটি বেঁধে থাকেন, তা হলে সমস্যা কী? আমার মনে হয়, এখন সবকিছু বাদ দিয়ে আব্রাম খান জয়ের কথা ভাবা উচিত।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ