ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। নিষেধাজ্ঞা শেষে এই ম্যাচে ফিরছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ডাবলিনে বুধবার বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় ম্যাচটি শুরু হবে। খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।
ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ফল হয়নি। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় দুদলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। ফলে বাংলাদেশ কিছুটা ব্যাকফুটে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ বাংলাদেশের সামনে অবশ্য রয়েছে। আজ নিজেরদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী।
নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ২৮ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৮টিতে টাইগাররা এবং ২০টিতে জিতেছে নিউজিল্যান্ড। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্মরণীয় জয়ও আছে। ২০১০ ও ২০১৩ সালে দু’টি ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছিল টাইগাররা। দেশের মাটিতে ৪ ম্যাচ ও ৩ ম্যাচের সিরিজে কিউইদের নাকানি-চুবানি দেয় বাংলাদেশ।
তবে সর্বশেষ তিন ম্যাচের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশের লজ্জা দেয় নিউজিল্যান্ড। গত ডিসেম্বরে দেশের মাটিতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারায় নিউজিল্যান্ড।
তার আগে চলুন দেখে নেয়া যাক বাংলাদেশ-নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ-
বাংলাদেশ দল (সম্ভাব্য): তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।