ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানের মধ্যে ২ জন নিহত হয়েছেন।
জেলার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জেলা পুলিশ ও পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা শনিবার রাতে উপজেলার বজ্রাপুর গ্রামের একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে ফেলে। রবিবার ভোরে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা সেখানে অভিযান শুরু করে। গোলাগুলির মধ্যে বাড়ির ভেতরে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়।
তিনি বলেন, ‘অন্তত ২ জঙ্গি নিহত হয়েছে। তাদের মধ্যে একজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযান এখনো চলছে।’
সন্দেহজনক জঙ্গি আস্তানার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ সংক্রান্ত ঘোষণা মাইকে প্রচার করা হচ্ছে।
ঘিরে রাখা বাড়ির মালিকের নাম জহুরুল ইসলাম বলে স্থানীয়রা জানান।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ঠনঠনেপাড়ায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের সদস্যরা। অভিযানের নাম ছিল ‘অপারেশন সাউথ প’ বা দক্ষিণের থাবা। প্রায় ৪ ঘণ্টা ৪৫ মিনিটের অভিযানে ওই জঙ্গি আস্তানা থেকে বিস্ফোরক তৈরি রাসায়নিক ভর্তি ২০টি ড্রাম, একটি সেভেন পয়েন্ট সিক্স বোরের পিস্তল, একটা ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ৫টি বোমা নিষ্ক্রিয় করা হয়। বাড়ির ভেতর থেকে ১৫টি জিহাদি বইও উদ্ধার করা হয়েছে।
কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি. আ’লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামীলীগ যখনই এদেশের ক্ষমতায় থাকে তখনই দেশব্যাপি সকল ক্ষেত্রে ব্যাপক…