ক্রীড়া ডেস্ক.
পচেফস্ট্রুমে প্রথম টেস্টে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন মুশফিকুর রহিম।
দক্ষিণ আফ্রিকায় দুই ম্যাচের টেস্ট সিরিজে যে পেসাররাই আলোচনার কেন্দ্রে থাকবেন, তা বোঝা গিয়েছিল তিন দিনের প্রস্তুতি ম্যাচেই। আজ থেকে শুরু হওয়া প্রথম টেস্টেও বাংলাদেশ দল সাজিয়েছে তিনজন পেসার নিয়ে। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদের সঙ্গে আছেন দুই অভিজ্ঞ পেসার শফিউল ইসলাম।
ব্যাটিং অর্ডারেও এসেছে বেশ কিছু পরিবর্তন। বাদ পড়েছেন ওপেনার সৌম্য সরকার। তামিম ইকবালের সঙ্গে ব্যাটিংয়ের সূচনা করতে দেখা যাবে ইমরুল কায়েসকে। দলে ফিরেছেন মুমিনুল হক ও মাহমুদউল্লাহ। স্পেশালিস্ট উইকেটরক্ষক হিসেবে দলে নেওয়া হয়েছে লিটন দাসকে।
বাংলাদেশ সর্বশেষ পচেফস্ট্রুমে টেস্ট খেলেছিল প্রায় ১৫ বছর আগে, ২০০২ সালে। খালেদ মাসুদের নেতৃত্বে সেই টেস্টে ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছিল টাইগাররা। তবে বাংলাদেশের টেস্ট দল এখন অনেকটাই পরিণত। দুঃস্মৃতি পেছনে ফেলে বিরুপ কন্ডিশনে এবার নিজেদের সামর্থ্য দেখিয়ে দেয়ার চ্যালেঞ্জ মুশফিক-তামিমদের।
বাংলাদেশ দল
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

