ওয়ালটন ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আজ বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন।
এর আগে ডাবলিনে টস হেরে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম।
নিউজিল্যান্ডে নিজেদের প্রথম ম্যাচে আইরিশদের ৫১ রানে হারায়। এই সিরিজে প্রায় দ্বিতীয় সারির দল নিয়ে খেলছে কিউইরা। কারণ দলের অধিকাংশ তারকা ক্রিকেটার বর্তমানে ভারতে আইপিএলে ব্যস্ত রয়েছেন।
ওয়ানডে ক্রিকেটে সব মিলিয়ে ২৮ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। জয়ের পাল্লাটা (২০) কিউইদের বেশি হলেও বাংলাদেশের মাটিতে নিজেদের শেষ দু’টি অ্যাওয়ে সিরিজে অসহায় আত্মসমর্পণ করে দেশে ফিরে কিউইরা। ২০১০ ও ২০১৩ সালের হোম সিরিজে ৯ ম্যাচের মধ্যে আটটি ওয়ানডেতেই (একটি পরিত্যক্ত) জয়োল্লাসে মাতে টাইগাররা।