টাইগারদের ৬ কোটি টাকা বোনাস


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

ক্রীড়া ডেস্ক.



    টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয় পেল বাংলাদেশ। সাকিব আল হাসানের অলরাউন্ডিং পারফরম্যান্সে ভর করে একদিন আগেই প্রথম টেস্টে ২০ রানের জয় পেয়েছে টাইগাররা। অজিদের বিপক্ষেটেস্টে প্রথমবারের মতো জিতে দেশবাসীকে ঈদের উপহার দিয়েছে টিম টাইগার। এমন আনন্দের উপলক্ষ যারা এনে দিয়েছেন সেই ক্রিকেটারদের জন্য ৬ কোটি টাকার বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    খেলা শেষ হওয়ার পর স্টেডিয়াম থেকে বের হওয়ার মুহূর্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে ওঠার জন্য আইসিসির কাছ থেকে আমরা ৪ কোটি টাকা পেয়েছি। ওই টাকাটার সঙ্গে আজকে এই ম্যাচটা জেতার জন্য খেলোয়াড়দের ২ কোটি টাকা আমরা ঈদের আগেই, কালকের মধ্যে ভাগ করে দেব। ‘

    টেস্ট দলের বাইরে থাকা ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকেও এই বোনাসের আওতায় রাখা হয়েছে। কারণ আইসিসির ওই ৪ কোটির অংশীদার হবেন ক্যাপ্টেন মাশরাফিও। বাকি ২ কোটি টাকা দেয়া হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ঢাকা টেস্টে অসাধারণ এই জয়ের জন্য। ক্রিকেটারদের পাশাপাশি গ্রাউন্সম্যান থেকে শুরু করে বোর্ডের সব কর্মকর্তার জন্যই ঈদের আগে বোনাস ঘোষণা করেছে বিসিবি।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ