টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনেকাটা পড়ে অজ্ঞাতপরিচয় একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কামাক্ষামাড়ে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের বুকিং মাস্টার রেজাউল করিম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন সকালে উপজেলার কামাক্ষামাড়ে পৌঁছালে এক যুবক ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিক তার নাম-পরিচয় জানা যায়নি।