টাঙ্গাইলে পানিতে ডুবে আমানুল্লাহ সৈকত (১১) ও নাহিন আল নূর (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল পৌরসভা এলাকার দেউলায় একটি ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সৈকত টাঙ্গাইল পৌরসভা এলাকার দেউলার সানাউল্লাহর ছেলে এবং নূর একই এলাকার শাহিনুর মিয়ার ছেলে।
টাঙ্গাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, মঙ্গলবার রাতে ওই দুই শিশু নিখোঁজ হয়। রাতেই টাঙ্গাইল মডেল থানায় একটি জিডি করেন সানাউল্লাহ নামের এক ব্যক্তি। বুধবার দুপুর ১২টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল পৌরসভা এলাকার দেউলায় একটি ডোবার পানি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় টাঙ্গাইল মডেল থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
সিরাজগঞ্জ প্রতিনিধি. সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বলরামপুর বাজার এলাকায় পৈতিক জায়গার উপর ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ কাজে চাঁদা না পাওয়ায় সন্ত্রাসীরা নির্মাধীন…