টাঙ্গাইলে পৃথক স্থানে ডোবার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশুর নাম-পরিচয় জানা যায়নি। বুধবার বিকেলে কালিহাতী ও বাসইল উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানার ওসি মোশারফ হোসেন জানান, বিকেলে এলেঙ্গার পৃথক এলাকায় দুটি এবং বাসাইলে একটি শিশু ডোবায় পড়ে যায়। পরে স্থানীয়রা শিশু তিনটিকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।