Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুম্বাই টেস্টের পর শচীন টেন্ডুলকার যখন বিদায় নিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে, তখন তাঁর বিস্ময়কর পরিসংখ্যানগুলোর দিকে তাকিয়ে অনেকেরই হয়তো মনে হয়েছিল, লিটল মাস্টারের রেকর্ডগুলো অক্ষতই থেকে যাবে বহুকাল। কিন্তু চার-পাঁচ বছর যেতে না যেতেই নতুন করে ভাবতে হচ্ছে ক্রিকেটপ্রেমীদের; ভারতেরই এক ব্যাটসম্যান বিরাট কোহলির জন্য।
ব্যাট হাতে মাঠে নামলে রানের বন্যা বইয়ে দেওয়াটা যেন অভ্যাস বানিয়ে ফেলেছেন ভারতের বর্তমান এই অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচেও কোহলির ব্যাট থেকে এসেছে শতরানের ইনিংস। ১১৫ বলে ১১১ রানের নজরকাড়া এই ইনিংস খেলে শচীনের একটি রেকর্ডও ভেঙে দিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
অন্য আরো অনেক ব্যাটিং রেকর্ডের মতো রান তাড়া করার সময় সবচেয়ে বেশি শতক করার রেকর্ডটিও এত দিন ছিল শচীনের দখলে। রান তাড়া করার সময় শচীন করেছিলেন ১৭টি শতক। আর কোহলি নিজের এই সংখ্যাটা নিয়ে গেছেন ১৮-তে।
কত কম সময়ের মধ্যে কোহলি এই কীর্তি করলেন, সেটাও চমকে দেওয়ার মতো বিষয়। রান তাড়া করার সময় ১৭টি শতক করতে টেন্ডুলকারকে খেলতে হয়েছিল ১৩২টি ম্যাচ। আর কোহলি ১৮তম শতকটি করেছেন নিজের ১০২তম ইনিংসে। কোহলির শতকে ভারতও উইন্ডিজের বিপক্ষে পেয়েছে ৮ উইকেটের দাপুটে জয়। ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ৩-১ ব্যবধানে।
শচীন টেন্ডুলকারের অন্যান্য ব্যাটিং রেকর্ড থেকে অবশ্য এখনো বেশ খানিকটাই পিছিয়ে আছেন কোহলি। তবে কোনো একসময় যে তিনি সেগুলোও ভেঙে দিতে পারবেন, এমন অনুমান উড়িয়ে দেওয়া যায় না।
২৪ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ৪৬৩টি ওয়ানডে খেলে শচীন করেছিলেন ১৮,৪২৬ রান। আর ১৮৯টিট ওয়ানডে খেলেই কোহলি করে ফেলেছেন ৮,২৫৭ রান। ব্যাটিং গড়ের হিসেবে শচীনের চেয়ে অনেক এগিয়েই আছেন কোহলি। ওয়ানডেতে শচীনের ব্যাটিং গড় ৪৪.৮৩। আর কোহলির ৫৪.৬৮।