Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
রংপুর প্রতিনিধি.
রংপুরের পীরগঞ্জে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে ১৭ জন শ্রমিক নিহত এবং আটজন আহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার কলাবাগান নামক স্থানে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে রংপুরগামী সিমেন্টবোঝাই একটি ট্রাকের উপরে বসে প্রায় ৩০-৩৫ জন ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন। ভোর পৌনে ৫টার দিকে কলাবাগান নামক এলাকায় পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১২ জন এবং পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরো পাঁচজন মারা যান। এ ঘটনায় গুরুতর আহত আটজনকে পীরগঞ্জসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পীরগঞ্জ থানা পুলিশের ওসি রেজাউল করিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।