ট্রেন লাইনচ্যুত হয়ে ঢুকে পড়ল বাড়িতে : নিহত ৪

নিউজ ডেস্ক.

গ্রিসে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে চালকসহ আরো ৫ জন। স্থানীয় সময় রবিবার ভোরে রেলওয়ে কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ট্রেনটিতে ৭০ জন যাত্রী ছিল। এটি এথেন্স থেকে থেসালোনিকি যাচ্ছিল। শনিবার রাতে থেসালোনিকি থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে আদেনদ্রো গ্রামে ট্রেনটি লাইনচ্যুত হয়ে একটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে।
প্রত্যক্ষদর্শী জর্জ মিলনাস বলেন, ‘আমি আমার চেয়ারে বসেছিলাম। আমি একটি আলোকচ্ছটা দেখতে পেলাম এবং বিকট বিস্ফোরণের আওয়াজ পেলাম। ওই সময় আমি দেখলাম ট্রেনটি একটি বাড়ির ভেতরে ঢুকে পড়েছে এবং বাড়ির ভেতরে থাকা দুই আলবেনীয়কে সাহায্যের জন্য চিৎকার করতে শুনলাম।’
স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, পুরো বাড়িটি ট্রেনের ওপর হেলে রয়েছে। এতে বোঝা যাচ্ছে দুর্ঘটনাটি কতটা ভয়ানক ছিল।
পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ