ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরচাপায় হেলপারের মৃত্যু

নিউজ ডেস্ক.

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের চাপায় মনজুরুল ইসলাম (২৭) নামে এক হেলাপারের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার সালান্দর বোর্ড অফিস কচুবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাড়ে ১০টার দিকে মনজুরুল ইসলাম নিজ ট্রাক্টরে করে শহরের উদ্দেশ্যে আসছিলেন। পথে বোর্ড অফিস কচুবাড়ি সড়কে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় হেলপার মনজুরুল রাস্তায় পড়ে ট্রাক্টরের চাপায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মনজুরুল ইসলাম সদর উপজেলার সালান্দর কচুবাড়ি গ্রামের আব্দুল আলীর ছেলে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ